দয়াল গুরু মাইজভাণ্ডারী, প্রেমের মহাজন,তোমার বিরহে আমার কাঁদে দু’নয়ন। মীমের বাহানা ধরে, নানান রঙের পোশাক পরে,দাসগণের প্রাণ হরে, দাও কত ...
হো নিগাহে করম বাবা আমিরুজ্জামানআপনা জ্বলওয়া দিখা দো বাবা আমিরুজ্জামান দারহে আ'লা তেরা অর বাড়া হি সাখীভারদো দামান হামারা বাবা ...
🔊
আদি পিতা তুমি ছিলে, নূরে রহিম রহমান,নানা ঘটে এস পুনঃ উজ্জ্বলিলা দোজাহান ।। প্রথমে পয়ম্বর ছলে, নানা ঘটে নানা হালে।নবুয়ত ...
🔊
কইবো কি তার প্রেমের কথা, কইতে না যুরায়।অমূল্য ধন গুরুর চরণ, কাঙ্গালে লয়ে খেলায়। রাজা বাদশা পায়না তারে, সামান্য ধনের ...
আমায় তুমি নেওনা টেনে,এ দেশে বাঁধিয়া রাখছে, কামিনী কাঞ্চনে। অনেক দিন হয় সঙ্গ ছাড়া,হয়েছি জীয়ন্তে মরা,তোমার কাছে যেতে রে প্রাণ,প্রাণ ...
আমির ধন গুণমণি, আর মোরে কাদাইস না সজনি।তোমার লাগি কাঁদতে কাঁদতে গো, আমার পড়ে রে চোখের পানি,আর মোরে কাদাইস না ...
আর জ্বালায় বাঁচিনা মুর্শিদ কি করলি তুই আমারেপ্রাণের জ্বলন্ত আগুন নিভাইয়া দে ॥ ষড়রিপু জংলা কেটে, এনে দে মোর হৃদয় ...
ইশকে নবী দিলমে পয়দা করোকিয়া রাসূলে খোদা কো ভুল গ্যায়ে ইয়াদ নেহি কিয়া ভুল গ্যায়েতুম হযরত বেলাল কি উয়োহ্ আজাঁ(ন)আয়ে ...
🔊
ভক্তি মুদ্রা নিয়ে গেলে পার করে যারে তারেচল আশেকি আমির ভান্ডার দরবারে। কই পাবি রে এমন দয়াল, হইয়া দেখ তার ...
আমি তোমায় ডাকি বলে এত অভিমানযদি ডাক দিয়ে ডাক না পাই সাড়ানিজেই তখন হই অপমান ॥ আমি তোমায় ভালবাসি, সমাজে ...
বাদ্য বাজনা শুরু করে আমির ধন সোনাসেমার বাদ্য মাইজভান্ডারে আগে ছিলো না। মুরিদান সব হাজির হইলো, হযরত কেবলা হুকুম দিলো ...
🔊
মন কান্দে রে, দিল কান্দে রেকোথায় গেলে পাবো আমার সোলায়মান শাহা রে ॥ গিয়েছিলাম মন ভ্রমণে মনিপুরের ধারেরূপ দেখাইয়া লুকাইলো ...
ঐ দেখা যায় বন্ধের বাড়ি,মনে কহে যাইতেম উড়ি, কিন্তু মধ্যে নদীর ফাঁড়ি ॥ নদীর কুলে বন্ধের বাড়ি, ফুল বাগানে রইছে ...
রসিক মাওলা নয়ন ঠারে মন মজাইলতোরা দেখলে পরে বুঝতে পাবি, কি দিয়ে জগৎ ভুলাইল ॥ মোহন মুরতি রূপ, নূরের ছটা ...
জাহের বাতেনে আমার মাওলানা ।মাইজভাণ্ডারী গাউছেল আজম মাওলানা। আমার আউয়াল আখের দোজাহানে,পুলছেরাতে হিসাব দিনে,মনকীর নকীরের সনে মাওলানা ॥ বাইতুল্লা কাবা ...
কেন চিনলিনারে মনগাউসুল আযম মাইজভাণ্ডারী মাওলানা কেমন ॥ নৈরূপে আকার নিলছলে জগত মাতাইলনর-নারী হুর ফেরেস্তা প্রেমেতে মগন ॥ আকাশ বাতাস ...
রূপের সীমা নাই ভাণ্ডারীর, গুণের সীমা নাই, কতজনে চাইয়া পাইল, দুই কূলের বাদশাই ॥ ...
ফরাজি ভোজের বাজি, এই বাজিতে কাজ হবে না। লোকের হৃদয় চক্ষু ফুটে গেছে এসেছে আখের জমানা। আলেম বেশে দিয়ে চৌগা, ...
আমার প্রাণে খোঁজে মাইজভাণ্ডার।নিন্দা করলে কি ক্ষতি আমার।নিন্দুকেরা নিন্দা করুক, নিন্দা করা স্বভাব তার। কিসে হারাম হল তাল,তালে লোহা পিটে ...
তোর বিচ্ছেদে জ্বলে আমার প্রাণ পরাণ বন্ধুরে। হয়ত মোরে দাও হে দেখা, না হয় মোরে দাও কোরবান। প্রেমের মায়া দিয়ে ...
আমার ভাবের ঘরে আগুন দিলে কেরে, সদাই প্রাণ খুজে বেড়ায় তারে।আমার বন্ধু বিনে মনের আগুন কে নিভাইতে পারে। সুখ শয়নে ...
চিনতে পারি না ভান্ডারী চিনতে পারি না, দমের কলে পুতুল নাচাও চিনতে পারি না, নিজে পুতুল তৈয়ার করে, নিজে ঢুকে ...
প্রেম জ্বালায় অঙ্গ জ্বলে সখি কি দিয়ে জুড়াই। পিরিত করিয়া, সে গেল ছাড়িয়া,তার সঙ্গে দেখা শুনা নাই।আমার গেল কুল মান, ...
নাচো মন তালে তালে মাওলার জিকিরে, মাওলার জিকিরে নাচো, খোদার জিকিরে ॥ জ্বিন পরী ফেরেস্তা নাচে,আসমান নাচে জমিন নাচে ...
দেখে যারে মাইজভাণ্ডারে, হইতেছে নুরের খেলা, নুরী মাওলা বসাইলো প্রেমের মেলা ॥ আল্লাহু আল্লাহু রবে নানান বাদ্য শুনা যায় , ...
আর জ্বালাইও না ভাণ্ডারী আর পোড়াইও না, কচি মনে এত জ্বালা সইতে পারি না, একে তোমার ভাবে পুড়ি, তার উপর ...
ওকি চমৎকার ভাণ্ডারে এক আজব কারবার। মানুষ ধরা কল বসাল দেখবি গেলে মাইজভাণ্ডার।। ...
দয়াল ভান্ডারী মোরে ত্বরাইয়া লইয়ো চরম দিনে পরম বন্ধুর চরণ দেখাইও ...
দরখাস্ত করিতে এলাম মওলার চরণে এই জমানার বাদশা তুমি শুনেছি কানে।অনুরাগের কলম আনি,কালি করি চোখের পানি, হৃদয়ের এই পত্রখানি লিখিলাম ...
