তোমরা আমায় কি বুঝাইবা আমি পুইড়া হইছি কয়লা
আমি জানি গো বন্ধুয়ার পিরিতে কত জ্বালা এই জগতে ...
তুমি কোনবা দেশে রইলারে দয়াল চান
তোমায় না দেখলে বাঁচে না আমার প্রাণ দয়াল তোমারও লাগিয়া যোগিনী ...
আয় গাউসুল আজম করকে করম মুঝকো দেখা দো।
আতশে হিজরেকো বেছালত ছে বুঝা দো ॥ ফুরকত কি ...
কইবো কি তার প্রেমের কথা, কইতে না যুরায়।
অমূল্য ধন গুরুর চরণ, কাঙ্গালে লয়ে খেলায়। রাজা বাদশা ...
তোরে পাইতাম ক্যামরা মাইত্যাম,
আঁর কইলজ্যাখান গইত্তাম চাক ।
আদর গরি, বানাই দিতাম তোরে সোনার চাঁনবুলাক। ফুল বাগানে ...
চল চল চলরে যাই প্রেমের দরবারে।
প্রেমের দরবারে মাওলার মাইজভাণ্ডারে। প্রেম দরবারে যারা যাবে,
মুস্কিল আসান হবে,
দুনিয়াতে সুখে ...
আমায় তুমি নেওনা টেনে,
এ দেশে বাঁধিয়া রাখছে, কামিনী কাঞ্চনে। অনেক দিন হয় সঙ্গ ছাড়া,
হয়েছি জীয়ন্তে মরা,
তোমার ...
ভবের পিরীতির মাঝে ওহে লোভী মন,
জীবন অমূল্য ধন গেল অকারণ। মোহন মুরতি জন, ঘটে না চিনিলি ...
আমির ধন গুণমণি, আর মোরে কাদাইস না সজনি।
তোমার লাগি কাঁদতে কাঁদতে গো, আমার পড়ে রে চোখের ...
তোমার লাগিয়া রে
সদাই প্রাণ আমার কান্দে বন্ধুরে
প্রাণ বন্ধু কালিয়া রে।। নিদয় নিঠুর রে বন্ধু, তুই তো ...
অসার সংসার মাঝে সুখের কি আশা,
সর্বত্র করগো মন প্রভুর ভরসা। ভবের পিরীতে মন, ডুবাইলি আসল ধন,
সঙ্কট ...
জাহে মুকাদ্দার হুজুরে হক ছে
সালাম আয়া পায়াম আয়া
ঝুকাও নজরে বিছাও পালকেই
আদব কা আ’লা মক্বাম আয়া। ইয়ে ...
জাহাঁ রওজা-এ পাকে খায়রুল ওয়ারা হ্যায়
ওয়ো জান্নাত নেহি হ্যায় তো ফির অর কেয়া হ্যায়
কাহাঁ ম্যায় কাহাঁ ...
কারাম মাংগতা হুঁ, আতা মাংগতা হুঁ
ইলাহি মে তুজসে দুয়া মাংগতা হুঁ আতা কার তু শানে কারিমি ...
আমার মন সরলা যেমন, প্রিয়া যদি তেমনি হইত,
তবে কেনে প্রাণ লুকায়ে বারে বারে কাঁদাইত। যবে মুই ...
আজব রাংগ্ পার হ্যায় বাহারে মাদিনা
কে সাব জান্নাতে হ্যায় নিসারে মাদিনা সারকার কা মাদিনা সারকার ...
জীবন যেদিন বিশ্ব থেকে নিঃস্ব হয়ে যাবে থেমে,
সেই দিন যেন জীবন আমার থাকে নবীজির প্রেমে। ...
ওয়োহ্ জিসকে লিয়ে মেহফিলে কওনেইন ছাজি হ্যায়,
ফিরদৌসে বরি জিসকে ওসিলেছে বনি হ্যায়,
ওয়োহ্ হাশেমি মক্কি মাদানি-উল ...
ছবছে আওলা ও আ'লা হামারা নবী,
ছবছে বালা ও ওয়ালা হামারা নবী, আপ্‌নে মাওলাকা পেয়ারা হামারা ...
মনে বড় আশা ছিল যাব মদিনায়
সালাম আমি করব গিয়ে নবীর-ও রওজায় আরব সাগর পাড়ি দেব ...
না কলিমকা তাছাওর, না খায়া-লে তু-রে সী-না,
মেরে আরজু মুহাম্মদ (সা:) মেরে জুসতেজু মদীনা না কলিমসে ...
দুনিয়া ওয়ালো ইয়ে দুনিয়া-তো দু'দিন কি হ্যায়,
আল্লাহ আল্লাহ্ কারো, আল্লাহ্ আল্লাহ্ কারো।
জিন্দেগা-নি আওর জাওয়া-নি ভি ...
নূর ওয়ালা আয়াহে, নূর লেকার আয়াহে
ছারে আলম মে ইয়ে দেখ, কেয়ছা নূর ছায়া হে
আসসালাতু ওয়াসালামু ...
আনে ওয়ালো ইয়ে তোহ্ বাতাও শেহের মাদিনা কেয়সা হে
সার উনকে কাদমো মে রাখকার ঝুক্ কার ...
উনকি মেহেক নে দিলকে
গুণছে খিলা দিয়েহেঁ
জিসরাহেঁ চলগেয়ে হেঁ
কুছে বাসা দিয়েহেঁ ॥ জব আগেয়ীহে জুশে
রহমত পে ...
আমি কি পাব তাঁহারে আমি কি পাব তাঁহারে।
সদা মন প্রাণে ভালবাসি যাঁহারে। যাঁর প্রেমের কলঙ্ক ...
ভাণ্ডারের মর্ম বুঝে কয়জনে এই ভূবনে ।
যত হিংসা নিন্দা রিয়াগিরী করে সব মুর্খ জনে ।। ...
কোন্ ভাষাতে ডাকলে তোরে, শুনতে পাবি বল,
সকল ভাষা শব্দ সুরে, ডাকিয়ে হল গলা তল । ...
তোরা দেখবি যদি ত্বরায় আয় এক থামেতে ঘর বেঁধেছে বন্ধুয়ায় ৷৷
ঘরের নয় দরজা উল্টা কলে ...
প্রাণে আর সহেনা তাড়না দিওনা
হইয়াছি তাপের তাপিনী,
তোমার কারণে ফিরি বনে বনে
সেতার বাজায়ে যোগিনী । নিশিতে ...
চলরে মন মাল কিনিতে মাওলার বাজারে
মাওলার বাজারে মনুয়া মাইজভাণ্ডারে সেই বাজারের বেচা কিনা, প্রেমিক বিনে ...
আমার মন চোরা যায় গো মন নিয়ে যায় ।
এমন নিঠুর কালা ফিরিয়া না চায় ।। ...
আমি সরাবি চলেছি পন্থে, সরে দাঁড়াওরে যত ছুফীগণ ।
লাগিবে গন্ধ হইবে মন্দ, মলিন হবে তোদের ...
দিল তরপ্তা হায় হামারা আয় হাবিবে কিবরিয়া
গাউসুল আজম মাইজভাণ্ডারী ছর্ গোরো হে আউলিয়া ।। এশকেনে ...
আমার ভাবের ঘরে আগুন দিলে কেরে
সদাই প্রাণ খুজে বেড়ায় তারে।
আমার বন্ধু বিনে মনের আগুন কে ...
শাহজাহান আমিরুজ্জমান দয়াল ভাণ্ডারী
দয়াল ভাণ্ডারীরে ত্রিজগতের কাণ্ডারী ॥ শাহজাহান আমিরুজ্জমা কে বুঝে তোমার মহিমা
রাজা - ...
কি মধু মাখা নাম আমিরুজ্জমান
একুল আর ঐকুল দু'কুলের সুলতান সংকটে নিদানে হাশরের ময়দানে
দোহাই দেব ঐ ...
আমির ধন ভরসা তোমার
তুমি বিনে দীন হীনের বন্ধু নাহি আর অগ্নি বিনে জ্বালা কর
জল ...
আমার আমির ধন আশেকের পেয়ারা হামারা রে
পেয়ারা হামারা মুঝে দোস্ত হামারা রে ॥ সোনালী ...
আত্মা না চিনিলে আত্মার উদ্ধার কই
শিষ্যরূপে মন্ত্র নিলাম , গুরু রূপে দেখলাম কই গুরু যেই ...
বাবাজান আমায় কর পার
আমি গুণাগার, সাধন জানি না তোমার (২)
তুমি বিনে মুই পাপীর গো
অ-আমির ধন ...
আমির বাবা কেবলা কাবা, দুই কুলের কুল
গুরু বিনে ত্রিজগতে সব জানিবে ভুল দুই কুলের কুল ...
আমার দয়াল আমির প্রিয়া
পাগল বানায়লা মুরশিদ
আমায় দেখা দিয়া রে।
প্রাণের মুরশিদ কালাসোনা রে।(ঐ) শুয়েছিলাম নিজ ঘরে
নিদ্ৰাতে ...
পটিয়াতে কালোসোনা মেলা বসাইছে,
নূরে মওলা ইসলামেরি ঢংকা বাজাইছে,
লাখো লাখো ভক্ত গনের ভিড় জমাইছে,
আল্লাহু আল্লাহু বলে ...
ভুলিতে না পারি ও মন পাসরি না পারি
প্রানের বাবা কালাসোনা কেনে গেলা ছাড়ি (ঐ) কেহ ...
বন্ধুরে কই পাবো সখি গো,সখি আমারে বলো না,
আমার বন্ধু বিনে পাগল মনে বুঝাইলে বুঝেনা । ...
ডালেতে লড়ি চড়ি বৈও
চাতকি ময়নারে ।
গাইলে বৈরাগীর গীত গাইও । অঙ্গ তোর কালারে ময়না, অঙ্গ ...
আমি যার লাগি কলঙ্কের ভাগি
তারে আমি পাইলাম কই
তোমরা নি দেইখাছ তারে সই ॥ (সখী গো) ...
কইবো কি তার প্রেমের কথা, কইতে না যুরায়।
অমূল্য ধন গুরুর চরণ, কাঙ্গালে লয়ে খেলায়। রাজা ...
সখি তরা প্রেম করিও না
পিরিত ভালো না ॥
প্রেম করছে যে জন জানে সেই জন
পিরিতেরও বেদনা ...
ছোট কাইল্যা প্রেম আমার
করিস না তোর পীরিতি ছারখার
টাকা দিয়ুম পয়সা দিয়ুম, আর দিয়ুম মন আমার ...
বসি রইলি ও মন কার আশে
রঙের বাজার ভাঙ্গি যাইব একদিন চোখের নিমিষে
তেল থাকিতে বাত্তি নিভে ...
তুমি কোনবা দেশে রইলারে দয়াল চান
তোমায় না দেখলে বাঁচে না আমার প্রাণ দয়াল তোমারও লাগিয়া ...
আমায় নিয়ে চলরে সখি বন্ধু সেই দেশে।
তার জন্য মোর মন উদাসি ঘরে রব আমি কার ...
অনেক দিনের পোষা পাখি আমার
শিকল কেটে উড়ে গেল
যারে পোষলাম এত আদর করি
শেষকালে সে দাগা দিল ...
যে রহমত কুন্ নযর বর হা-লে যা-রম ইয়া রাসূলাল্লাহ ।গরীবম্ বে নওয়া-ইয়াম খা-কেসা-রম ইয়া রাসূলাল্লাহ । ...
মেরি কাশতি পার লাগা দেনা,এয় মাওলা আলী এয় শেরে খোদামেরি কাশতি পার লাগা দেনা ।। পায়দা ...
দুনিয়া ওয়ালো ইয়ে দুনিয়া-তো দু'দিন কি হ্যায়,আল্লাহ আল্লাহ্ কারো, আল্লাহ্ আল্লাহ্ কারো।জিন্দেগা-নি আওর জাওয়া-নি ভি দু'দিন ...
নমী দানম ছে মঞ্জিল বুদ শবজায়েকে মন বুদমবাহর ছো রকছে বিসমিল্লাহ্ বুদ শবজায়ে কে মন বুদম ...
ম্যায় বুরা হুঁ ইয়া ভালা হুঁ, মেরি লাজ কো নিভানামুঝে জানতা হ্যায় আকাঁ, তেরে নাম সে ...
বে খুদ্ কিয়ে দেতে হে, আনদাজ এ হিজাবানাআ- দিল মে তুজে রাখলু, এ জ্বালওয়া এ জানানা ...
হাম দরদ কা আফসানা, দুনিয়া কো সুনা দেঙ্গেহার দিল মে মুহাব্বত কি, ইক আগ লাগা দেঙ্গে ...
সুলতানে ওলি দরপে এক আয়া হে ছাওয়ালিভাণ্ডারকে ওয়ালি মেরে, ভাণ্ডারকে ওয়ালি ॥হো লুতফ করম পুর হো ...
মেরা দিল তাড়াপ রাহা হ্যায় মেরা জ্বল রাহা হ্যায় সিনাকি দাওয়া ওয়াহি মিলেগি মুঝে লে চালো ...
মেরি ফানা হে বাকা লা ইলাহা ইল্লাল্লাহ,হে মুজমে নুরে খোদা লা ইলাহা ইল্লাল্লাহ। মে উছকা আয়না ...

lyrics-menu