তোর বিচ্ছেদে জ্বলে আমার প্রাণ পরাণ বন্ধুরে।
হয়ত মোরে দাও হে দেখা, না হয় মোরে দাও কোরবান।

প্রেমের মায়া দিয়ে আমায় প্রাণ করেছ উতলা,
কার কাছে বুঝাব দুঃখ কে বুঝিবে সেই জ্বালা,
প্রেমের রসি গলায় কসি কোথায় থেকে মার টান।

তুমি ধনি আমি কাঙ্গাল ও পরাণের বন্ধু ধন,
অবলারে না ভুলিও চরণ ধুলায় তোষ মন,
ভালবাসায় চরণ আশায় ছেড়ে দিলাম কুলমান ।

এই সংসারে ভালবাসা যত রকম মমতা,
সকল আমার বিষ লাগে মিষ্ট লাগে তোর কথা;
হৃদয় পুরে গুণ গুণ স্বরে গাহিব বন্ধু তোমার গান।

রমেশ বলে মনপ্রাণ সব দিয়েছি সপিয়ে,
হেরিয়ে সোনার ছবি নয়ন গেল ভুলিয়ে,
ঐ রূপ নিরখিয়ে যায় যেন দাসের প্রাণ ।

লেখকঃ কবিয়াল রমেশ শীল

তোর বিচ্ছেদে জ্বলে আমার প্রাণ