বিচ্ছেদ গান

বলতে কেন নয়ন ঝড়েনা,
তাই বুঝি কি দয়াল মুর্শিদ দেখা দিলেনা ॥ তোমারই খাই তোমার পরি,
তোমার ঘর ...
রজনী হইসনা অবসান
আজ নিশিতে আসতে পারে বন্ধু কালাচান ॥ কত নিশি পোহাইলো মনের আশা মনে রইলো ...
মন পাখিরে বুঝাইলে সে বুঝেনা,
প্রবোধ মানেনা। আমার পাখি কাল ভোমরা উড়িয়া বেড়ায়,
সে তো ফুলের মধু খায়।
ফুলের ...
কাঁন্দি আমি বনে বনে গো
প্রাণ বন্ধুরে, আমারে ভুলিয়া রইলা কেনে । কথা ছিল তোমার সনে, না ...
আমি কুলহারা কলঙ্কিনী
আমারে কেউ ছুঁইও না গো সজনী ॥ প্রেম করে প্রাণ বন্ধুর সনে
যে-দুঃখ পেয়েছি মনে,
আমার ...
বন্ধু তোর লাইগারে আমার তনু জড়জড়
মনে লয় ছাড়িয়া যাইতাম থুইয়া বাড়ি-ঘর ॥ অরন্য জঙ্গলার মাঝে আমার ...
তোমরা আমায় কি বুঝাইবা আমি পুইড়া হইছি কয়লা
আমি জানি গো বন্ধুয়ার পিরিতে কত জ্বালা এই জগতে ...
তুমি কোনবা দেশে রইলারে দয়াল চান
তোমায় না দেখলে বাঁচে না আমার প্রাণ দয়াল তোমারও লাগিয়া যোগিনী ...
কইবো কি তার প্রেমের কথা, কইতে না যুরায়।
অমূল্য ধন গুরুর চরণ, কাঙ্গালে লয়ে খেলায়। রাজা বাদশা ...
তোরে পাইতাম ক্যামরা মাইত্যাম,
আঁর কইলজ্যাখান গইত্তাম চাক ।
আদর গরি, বানাই দিতাম তোরে সোনার চাঁনবুলাক। ফুল বাগানে ...
আমায় তুমি নেওনা টেনে,
এ দেশে বাঁধিয়া রাখছে, কামিনী কাঞ্চনে। অনেক দিন হয় সঙ্গ ছাড়া,
হয়েছি জীয়ন্তে মরা,
তোমার ...
তোমার লাগিয়া রে
সদাই প্রাণ আমার কান্দে বন্ধুরে
প্রাণ বন্ধু কালিয়া রে।। নিদয় নিঠুর রে বন্ধু, তুই তো ...
আর জ্বালায় বাঁচিনা মুর্শিদ কি করলি তুই আমারে
প্রাণের জ্বলন্ত আগুন নিভাইয়া দে ॥ ষড়রিপু জংলা কেটে, ...

শেয়ার করুন

বিচ্ছেদ গানের লেখক গণ

বিচ্ছেদ গান