আমি তোমায় ডাকি বলে এত অভিমান
যদি ডাক দিয়ে ডাক না পাই সাড়া
নিজেই তখন হই অপমান ॥
আমি তোমায় ভালবাসি, সমাজে হয়েছি দোষী
চোখের জলে দিবা নিশি, ভাবি বসি তুমি মহান ॥
ভেবেছি আপন অন্তরে, যে জনে ডাকে তোমারে
তারে তুমি রাখ দূরে, কঠিন নিঠুর ও পরাণ ॥
করবনা আর ডাকা ডাকি, চাইবো না আর মেলে আঁখি
সকলি ভেবেছি ফাঁকি, বাকী মাত্র যাওয়া এ প্রাণ ॥
রজ্জবের ডাক গেছে মিটে,
সেই ডাকের ফাঁক নাই আর মোটে
তবে যদি কোন দিন সুদিন ঘটে, সেই দিনে দেখব বর্তমান ॥