ফরাজি ভোজের বাজি

ফরাজি ভোজের বাজি, এই বাজিতে কাজ হবে না। লোকের হৃদয় চক্ষু ফুটে গেছে এসেছে আখের জমানা। আলেম বেশে দিয়ে চৌগা, আমামেরে দিচ্ছ ধোকা

ফরাজি ভোজের বাজি, এই বাজিতে কাজ হবে না।
লোকের হৃদয় চক্ষু ফুটে গেছে এসেছে আখের জমানা।

আলেম বেশে দিয়ে চৌগা, আমামেরে দিচ্ছ ধোকা ।
কলির মানুষ নাই আর বোকা ফাঁকা কথায় মন ভুলেনা ।

চার খুটাতে চেয়ার গঠে তিন খুটা তার গেলে টুটে
যদি এক খুটার উপরে উঠে পড়ে মরবার সম্ভাবনা।

শরিয়তে লাঠি মারি ওয়াইজ কর বাড়ি বাড়ি
এই সকল স্বার্থের ফকিরি তরিকতের ধার ধারে না।

ঢোলক, বেলা আর তবলা, আশেকির হয় এস্ক খেলা।
খাজা চিশতি রহমতুল্লা দেখাইয়াছে প্রেম নিশানা।

ষাইট হাজার কালাম গুপ্ত, মাইজভাণ্ডারী করলে ব্যক্ত।
রমেশ কয় ভাণ্ডারী ভক্ত বিনে অন্য টের পাবেনা।

লেখক: কবিয়াল রমেশ শীল

ফরাজি ভোজের বাজি