দরখাস্ত করিতে এলাম মওলার চরণে

দরখাস্ত করিতে এলাম মওলার চরণে এই জমানার বাদশা তুমি শুনেছি কানে।অনুরাগের কলম আনি,কালি করি চোখের পানি, হৃদয়ের এই পত্রখানি লিখিলাম যতনে।

দরখাস্ত করিতে এলাম মাওলার চরণে,
এই জমানার বাদশা তুমি শুনেছি কানে ॥

অনুরাগের কলম আনি, কালি করি চোখের পানি,
হৃদয়ের এই পএখানি লিখিলাম যতনে ॥

বন্ধু বান্ধব দুনিয়ার, বেড়ি মায়া কারাগার,
খাটাইতেছে অনিবার,আর সহেনা পরানে ॥

করে স্বহস্তেতে দস্তখত, দিয়েছি গোলামীর খত,
কবুল করিয়ে রাখ নূরী চরণে ॥

অন্ধ ছেলের বাবা যারা, হাত ধরিয়ে চালায় তারা,
রমেশের তেমনি ধারা, নিও শেষ দিনে ॥

লেখক: কবিয়াল রমেশ শীল

দরখাস্ত করিতে এলাম মওলার চরণে