মন কান্দে রে, দিল কান্দে রে
কোথায় গেলে পাবো আমার সোলায়মান শাহা রে ॥
গিয়েছিলাম মন ভ্রমণে মনিপুরের ধারে
রূপ দেখাইয়া লুকাইলো সে, পাইলাম না আর তারে ॥
শুয়িলে মোর ঘুম আসেনা নিশিরো আধারে
চোখের পানি বুক ভেসে যায়, কান্দি ঝরে ঝরে ॥
গলার মালা বানাই রাখতাম যদি পাই তারে
সকল জালা জুড়াইতাম, কয় কাশেম ডাক্তারে ॥