বাদ্য বাজনা শুরু করে

বাদ্য বাজনা শুরু করে আমির ধন সোনাসেমার বাদ্য মাইজভান্ডারে আগে ছিলো না। মুরিদান সব হাজির হইলো, হযরত কেবলা হুকুম দিলো (২)মুল কিতাবটি আমার সামনে এনে পড় না (ঐ) আলেম ফাযেল বহুত ছিলো, তান ইশারা না বুঝিলো (২)বহুত কিতাব এনে দিলো কবুল করলো না (ঐ) কালাসোনা বুঝিয়া গেলো, ঢোলক লইয়া হাজির হলো (২)বাজাই বাদ্য খোদার ভাবে […]

বাদ্য বাজনা শুরু করে আমির ধন সোনা
সেমার বাদ্য মাইজভান্ডারে আগে ছিলো না।

মুরিদান সব হাজির হইলো, হযরত কেবলা হুকুম দিলো (২)
মুল কিতাবটি আমার সামনে এনে পড় না (ঐ)

আলেম ফাযেল বহুত ছিলো, তান ইশারা না বুঝিলো (২)
বহুত কিতাব এনে দিলো কবুল করলো না (ঐ)

কালাসোনা বুঝিয়া গেলো, ঢোলক লইয়া হাজির হলো (২)
বাজাই বাদ্য খোদার ভাবে জগৎ হয় ফানা (ঐ)

বলে হীন কাসেম ডাক্তার, কালা’র বাদ্য বাজে এবার (২)
গ্রামে গঞ্জে ঘরে ঘরে করে বিরানা (ঐ)

লেখক : কাশেম ডাক্তার

বাদ্য বাজনা শুরু করে