জাহের বাতেনে আমার মাওলানা

জাহের বাতেনে আমার মাওলানা ।মাইজভাণ্ডারী গাউছেল আজম মাওলানা। আমার আউয়াল আখের দোজাহানে,পুলছেরাতে হিসাব দিনে,মনকীর নকীরের সনে মাওলানা ॥ বাইতুল্লা কাবা আজমীরে,মদিনা বোগদাদ ভাণ্ডারে,আমার হৃদমাঝারে আস পরে মাওলানা ॥ এসেছি বাবার দরবারে,ত্বরায়ে লও এক নজরে,দুইহাত তুলে রমেশ করে প্রার্থনা ॥ লেখক: কবিয়াল রমেশ শীল

জাহের বাতেনে আমার মাওলানা ।
মাইজভাণ্ডারী গাউছেল আজম মাওলানা।

আমার আউয়াল আখের দোজাহানে,
পুলছেরাতে হিসাব দিনে,
মনকীর নকীরের সনে মাওলানা ॥

বাইতুল্লা কাবা আজমীরে,
মদিনা বোগদাদ ভাণ্ডারে,
আমার হৃদমাঝারে আস পরে মাওলানা ॥

এসেছি বাবার দরবারে,
ত্বরায়ে লও এক নজরে,
দুইহাত তুলে রমেশ করে প্রার্থনা ॥

লেখক: কবিয়াল রমেশ শীল

জাহের বাতেনে আমার মাওলানা