আমির ধন গুণমণি

আমির ধন গুণমণি, আর মোরে কাদাইস না সজনি।তোমার লাগি কাঁদতে কাঁদতে গো, আমার পড়ে রে চোখের পানি,আর মোরে কাদাইস না সজনি। কালার বাতাস লাগলো যার গাই,সাদা দিলে দাগ লাগাইলো টিকা ভীষণ দায়,বাবা মোরে দাগ লাগাইলো রে, আমার পড়ে রে চোখের পানি (ঐ) জাতির কুলে স্বতী আছিলাম,আমির ধনের হাত ধরি, জাত-কুল হারাইলাম,কুল গেলো মান গেলোরে, আমি […]

আমির ধন গুণমণি, আর মোরে কাদাইস না সজনি।
তোমার লাগি কাঁদতে কাঁদতে গো, আমার পড়ে রে চোখের পানি,
আর মোরে কাদাইস না সজনি।

কালার বাতাস লাগলো যার গাই,
সাদা দিলে দাগ লাগাইলো টিকা ভীষণ দায়,
বাবা মোরে দাগ লাগাইলো রে, আমার পড়ে রে চোখের পানি (ঐ)

জাতির কুলে স্বতী আছিলাম,
আমির ধনের হাত ধরি, জাত-কুল হারাইলাম,
কুল গেলো মান গেলোরে, আমি হইলাম রে কলঙ্কিনী (ঐ)

দেশের মানুষ যদি বৈদেশ যাই
চোখের পানি টলমল টলমল বুক ভেসে যাই,
কালাসোনা দেশে নাই রে, আমার পড়ে রে চোখের পানি (ঐ)

হন্নত আছি খবর ন-লইলা,
বাঁচি আছি, মরিয়াছি কিনা ফিরি নছাইলা
বাবা মোরে ছাড়ি গেলো রে, আমার পড়ে রে চোখের পানি (ঐ)

রশিকে তো রশিক চিনে
আশেক গণের প্রাণ বাঁচে না আমির ধন বিনে
হন্নত গেলে পাইয়ুম তোরে রে, আমার পড়ে রে চোখের পানি (ঐ)

আমির ধন গুণমণি