আলী আহম্মদ শাহ

চাইয়া লরে তোরা দিল ভরি
চাইয়া লরে তোরা মন ভরি
শব্দ ধরি তালাশ কর কালাসোনার কোন্ বাড়ী ...
অ-আমির ধন, তুই কেনে মজালি আমার মন
তুমি রইলা মধুপুরে-গো, আমি রইলাম বৃন্দাবন ॥
সারা নিশি জেগে ...
কালাচাঁন আনন্দপুরে তারে দেখলে প্রাণ তিলে হরে,
আমি যার লাগি হইলাম যুগি ঢোলক বেলা লইয়া করে।। ...
বাবাজান আমায় কর পার
আমি গুণাগার, সাধন জানি না তোমার (২)
তুমি বিনে মুই পাপীর গো
অ-আমির ধন ...
মন তুই বুঝবি মরণ কালে
যেই সুতা কাটিলি ভবে সব গেল তোর তালেমালে ॥ আত্মা সাধন ...
আমার আমির ধন আশেকের পেয়ারা হামারা রে
পেয়ারা হামারা মুঝে দোস্ত হামারা রে ॥ সোনালী ...
মরি হায়রে হায় , আমি কাঁদি , তোমারে কাঁদাই
ফাজকুরুনী আজকুরুকুম , কোরানে দলিল ...
শুন গুরু চিত্ত সই
জাগি উঠি কথা , চেতন হইয়া কথা কইলি না ॥
তোমায় কি নাম ...
amiry official writer

আলী আহম্মদ শাহ

খলিফায়ে আমিরভান্ডারী ও আমিরভান্ডারী লেখক, সুফি হযরত আলী আহম্মদ ফকির আমিরভান্ডারী । যিনি তাঁর জীবদ্দশায় অসংখ্য কালাম রচনা করেন। তাঁর কালাম রচনা করার প্রতিভা এমন ছিল যে, তাঁর পীর-মুর্শিদ হযরত আমিরুজ্জমান শাহ (ক) তাঁকে আদেশ করা মাত্রই তিনি তাৎক্ষনিক নিত্য-নতুন কালাম রচনা করতেন এবং তা মুর্শিদ কে সূর সহ গেয়ে শুনাতেন। তাঁর পীরের প্রতি এমন ভক্তির কারনেই হয়তো তিনি তাৎক্ষনিক কালাম রচনা করতে সক্ষম হতেন। এমন তাৎক্ষনিক কালাম রচনা করতেন বলে তাঁকে ‘বুলবুলে আমির’ নামে ডাকা হয়। হযরত আমিরুজ্জমান শাহ (ক) এর অসংখ্য খলিফা গনের মধ্যে প্রধান বার জন এর তিনি একজন।

প্রকাশিত গানের সংখ্যা ৮ টি

শেয়ার করুন

আলী আহম্মদ শাহ