চল আশেকি আমির ভান্ডার

ভক্তি মুদ্রা নিয়ে গেলে পার করে যারে তারেচল আশেকি আমির ভান্ডার দরবারে। কই পাবি রে এমন দয়াল, হইয়া দেখ তার দয়ার কাঙ্গালনিজে নৌকা নিজে মাঝি এক পলকে পার করেআহমদি কল-কৌশলে হাওয়ার আগে নৌকা চলেহাঙ্গর কুমির কাল সাগরে পলাইয়া যায় ডরে ।। জ্ঞান চক্ষু আছে রে যার, এই তরীর তারা প্যাসেঞ্জারঅজ্ঞানী আহাম্মক যারা থাকবে কালের আধারে,যে […]

ভক্তি মুদ্রা নিয়ে গেলে পার করে যারে তারে
চল আশেকি আমির ভান্ডার দরবারে।

কই পাবি রে এমন দয়াল, হইয়া দেখ তার দয়ার কাঙ্গাল
নিজে নৌকা নিজে মাঝি এক পলকে পার করে
আহমদি কল-কৌশলে হাওয়ার আগে নৌকা চলে
হাঙ্গর কুমির কাল সাগরে পলাইয়া যায় ডরে ।।

জ্ঞান চক্ষু আছে রে যার, এই তরীর তারা প্যাসেঞ্জার
অজ্ঞানী আহাম্মক যারা থাকবে কালের আধারে,
যে করে বিদ্যার অহংকার, নিজের খবর জানা নাই তার
না জানে তার নাম ঠিকানা হেদায়ত দেয় অন্যরে ।।

গফুর হালী কহে ভাবি, যার হাতে বেহেস্তের চাবি
তাহার চরণ না সেবিয়া বেহেস্ত দাবি করে,
কি জানি তার হয় আখেরে, কবরেতে শেষ বিচারে
সময় থাকতে আসা যাওয়া কর আমির ভান্ডারে ।।

লেখকঃ আবদুল গফুর হালী

চল আশেকি আমির ভান্ডার