আর জ্বালায় বাঁচিনা মুর্শিদ

আর জ্বালায় বাঁচিনা মুর্শিদ কি করলি তুই আমারেপ্রাণের জ্বলন্ত আগুন নিভাইয়া দে ॥ ষড়রিপু জংলা কেটে, এনে দে মোর হৃদয় পটে গোকোন ছলে খুঁজিব আমি, শ্রী চরণ দেখাইয়া দে ॥ তুমি আমার আমি তোমার, জগৎ সে জানেতব কর্ম শেষ হয়ে যায়, প্রাণে শান্তি আইনা দে ॥ দিন থাকতে আশা মিটাও, কি কাজে মোর হয়ে যাও […]

আর জ্বালায় বাঁচিনা মুর্শিদ কি করলি তুই আমারে
প্রাণের জ্বলন্ত আগুন নিভাইয়া দে ॥

ষড়রিপু জংলা কেটে, এনে দে মোর হৃদয় পটে গো
কোন ছলে খুঁজিব আমি, শ্রী চরণ দেখাইয়া দে ॥

তুমি আমার আমি তোমার, জগৎ সে জানে
তব কর্ম শেষ হয়ে যায়, প্রাণে শান্তি আইনা দে ॥

দিন থাকতে আশা মিটাও, কি কাজে মোর হয়ে যাও রে
সে কাজে রত হয়ে, অপরাধ মুছাইয়া দে ॥

তুমি ডাক দিয়াছ প্রাণ ভরা, দেখি তোমার জগতজোড়ারে
হৃদ কমলে বসে থাক, নিহারি আহমদে ॥

লেখক : নিহার আহমেদ

আর জ্বালায় বাঁচিনা মুর্শিদ