আমার নাই, নাই, নাই, নাই, নাই রে,
অধীন কাঙালের কেহ নাই। তোমার নামে দিয়েছিলাম ভবসাগরের পাড়ি,
তুমি যদি ...
এসো না, এসো না পাগলের দলে,
ঐ পাগলের দলে গেলে জাতির কুলমান রয়ে না। আল্লাহর ভাবে রাসূল ...
আমার প্রাণ গেলে আর ছাড়বনা তোমারে প্রাণ সইগো, প্রাণ গেলে আর ছাড়বনা তোমারে।। তুমি আমার হৃদে ...
ফকিরী প্রাণের ক্রিয়া শিখিলে কি শিখা যায়, প্রাণের টানে প্রেমের খেলা সেকি কারে কেউ শিখায়। ইল্লাল্লাহ ...
কে জানে সে নাই কি আছে, কে জানে সে নাই কি আছে। ডাকিলে সে দেয় না ...
ভাবের সাগরে উঠেছে তরঙ্গ জগৎ ভাসিয়ে যায় রে, এ মহিমণ্ডল কার লীলাভূমি কেবা এ পুতুল খেলায় ...
বেছিনে আগুন জ্বালাইল রে ভাণ্ডারী এল, বেছিনে আগুন জ্বালাইল। প্রেমাগুনের হুতাশনে, কে জানে ঐ প্রেম কাননে, ...
মাওলা তুমি কোথা গেলে, মাওলা তুমি কোথা গেলে। অবোধ ছেলে একা প্রাণে এ ভব শ্মশানে ফেলে। ...
একি শুনি ভবে নাই আমার মাওলাধন, রাজ্য ছেড়ে রাজা গেল শূন্য করি সিংহাসন। মনকে বুঝাতে না’রি, ...
আজি কি হইল, কি দশা ঘটিল পরাণ ফাটিয়া যায় রে। চৌদিকে বিষাদ কি দুঃখ সংবাদ জগতে ...
error: