চলো চলো চলো আশেক

চলো চলো চলো আশেক আমির ভান্ডারে১লা চৈত্র আমিরুজ্জমাঁ এলো জাহানে যত মিষ্টি তত মধু আমিরুজ্জামান রেসে নাম নিলে মুক্তি মিলে খোদার দরবারে ॥ সবই দেখি আহমদুল্লাহ সবই দেখি খোদাআমিরুজ্জমাঁ দেখি সবই কিছু নয় তো জুদা ॥ বেলায়তের ঢোল বাজাইলো আমিরুজ্জমান রেঐ ঢোল বাজে সবাই দেখ লাওহেঁ মাহ্ফুজে ॥ বেলায়তের কালমা পর আশেক ভাইও রেহাবিবে রহমান […]

চলো চলো চলো আশেক আমির ভান্ডারে
১লা চৈত্র আমিরুজ্জমাঁ এলো জাহানে

যত মিষ্টি তত মধু আমিরুজ্জামান রে
সে নাম নিলে মুক্তি মিলে খোদার দরবারে ॥

সবই দেখি আহমদুল্লাহ সবই দেখি খোদা
আমিরুজ্জমাঁ দেখি সবই কিছু নয় তো জুদা ॥

বেলায়তের ঢোল বাজাইলো আমিরুজ্জমান রে
ঐ ঢোল বাজে সবাই দেখ লাওহেঁ মাহ্ফুজে ॥

বেলায়তের কালমা পর আশেক ভাইও রে
হাবিবে রহমান পড়লে সদায় খোদা মিলবে রে ॥

সপ্তায় একদিন বুধবারে প্রেমের তালা খোলে
তোমার আশেক শাহাদাত বলে চাবি দাও মোরে ॥

লেখক : শাহাদাত হোসাইন আমিরী

চলো চলো চলো আশেক