নিশীতে গোপন বেশে

নিশীতে গোপন বেশেহরিয়া নিলরে মোর মকবুলের পরাণ ॥বিচ্ছেদ জ্বালা সইতে নারি,ঘন ঘন মোরে মারে টানহরিয়া নিলরে মোর মকবুলের পরাণ ॥ আতঙ্গী মাতঙ্গীর সনে,ভ্রমণ কইল্যাম বনে গো রণে,গোবিন্দারে যাইয়া দেখলাম ঐ না স্বপ্নের কালা চাঁনহরিয়া নিলরে মোর মকবুলের পরাণ ॥ শুইয়া ছিলাম খাটের শয্যাতেদেখা দিলা মোরে আদম ছুরতেখাবাইল প্রেমের সুরা দেখাইল রাজ মকানহরিয়া নিলরে মোর মকবুলের […]

নিশীতে গোপন বেশে
হরিয়া নিলরে মোর মকবুলের পরাণ ॥
বিচ্ছেদ জ্বালা সইতে নারি,ঘন ঘন মোরে মারে টান
হরিয়া নিলরে মোর মকবুলের পরাণ ॥

আতঙ্গী মাতঙ্গীর সনে,
ভ্রমণ কইল্যাম বনে গো রণে,
গোবিন্দারে যাইয়া দেখলাম ঐ না স্বপ্নের কালা চাঁন
হরিয়া নিলরে মোর মকবুলের পরাণ ॥

শুইয়া ছিলাম খাটের শয্যাতে
দেখা দিলা মোরে আদম ছুরতে
খাবাইল প্রেমের সুরা দেখাইল রাজ মকান
হরিয়া নিলরে মোর মকবুলের পরাণ ॥

হৃদের চক্ষে রূপ মাধুরী
জোলায়হার প্রাণহরি
মিশরে করিল প্রস্থান
হরিয়া নিলরে মোর মকবুলের পরাণ ॥

তেমনি আমার আমির ধনে
মিশিয়া মকবুলের সনে
দেখাইল লাহুত মকান
হরিয়া নিলরে মোর মকবুলের পরাণ ॥

মোরা ছিলাম দুইটা ভাই-সঙ্গসাথী কেহ নাই
বসত করি ভাটিখাইন গ্রাম
বড় ভাইয়ের নাম মকবুল আলী
ছোট ভাইয়ের নাম মতি জান
হরিয়া নিলরে মোর মকবুলের পরাণ ॥

নিশীতে গোপন বেশে