তৌহিদের কান্ডারী শাহ আমির ভান্ডারী
আওয়ালে আখেরে তুমি জাহেরে বাতেনে তুমি
কবরে হাশরে তুমি শাহ আমির ভান্ডারী ।।
তোমাকে চিনেনা যারা খোদাকে চিনে না তারা
তুমি তো খোদার পেয়ারা শাহ আমির ভান্ডারী ।।
তোমাকে করিলে ভক্তি আওয়ালে আখেরে মুক্তি
তুমি ছাড়া নাইরে গতি শাহ আমির ভান্ডারী ।।
বাবা তোমার চরণ তলে জ্বীন-পরী ছজিদা করে
আরশ তোমার লাওহে কলম শাহ আমির ভান্ডারী ।।
তোমার হুকুমের পরে আসমান ও জমিন ঘুরে
মদিনার হাবিব আল্লাহ্ শাহ আমির ভান্ডারী ।।
আপদে বিপদে তুমি সংকটে নিদানে তুমি
সংকটে ত্বরানে ওয়ালা শাহ আমির ভান্ডারী ।।