সোনা চাইনা চান্দি চাইনা

সোনা চাইনা চান্দি চাইনা, চাই তোমার দিদারতুমি বড় দয়াবান ও খাজা, আমি যে গুনাহগার। অসীম দয়া তোমার, জানে তো সকলেগরীবকে আমির কর, কুদরতের কৌশলেপ্রেম ভাবনার পাগল তোমার ভাসে নয়ন জলেপার কর ডুবাইয়া মার, মহিমা তোমার ।। আজব এক শান দেখালেন আনা সাগর তীরেপাগল করলে সকল জাতি, বসে আজমীরেতোমারি নাম একি বাবা, সবাই যিকির করেকেউ ফিরে […]

সোনা চাইনা চান্দি চাইনা, চাই তোমার দিদার
তুমি বড় দয়াবান ও খাজা, আমি যে গুনাহগার।

অসীম দয়া তোমার, জানে তো সকলে
গরীবকে আমির কর, কুদরতের কৌশলে
প্রেম ভাবনার পাগল তোমার ভাসে নয়ন জলে
পার কর ডুবাইয়া মার, মহিমা তোমার ।।

আজব এক শান দেখালেন আনা সাগর তীরে
পাগল করলে সকল জাতি, বসে আজমীরে
তোমারি নাম একি বাবা, সবাই যিকির করে
কেউ ফিরে না খালি হাতে করুনা পেলে তোমার ।।

আজমীর শরীফ বহু দূরে যাব কেমন করে
দেখা দাওনা এক পলকে আসিয়া স্বপ্নের ঘোরে
স্বপ্ন সফল হবে যদি দেখা দাও মোরে
এই গরীবের আরজি কবুল কর একবার ।।

সোনা চাইনা চান্দি চাইনা