কোথায় রইলো আমার আমির ধন

কোথায় রইলো আমার আমির ধনহৃদ মন্দিরে প্রেমের আগুন জ্বলে ঘন ঘন্ কোকিলের কুহু স্বরে রাত হইল শেষদিনের বেলা যেমন তেমন রাতের জ্বালা বেশ,আমি আহার নিদ্রা দিলাম ছাড়ি কেবল তোমার কারণ ॥ হাটে-ঘাটে,পথ,বাজারে, ঘুরিয়া বেড়ায়কাহার কুঞ্জে কোন রসিকে তোমায় রাখছে ভোলায়,সে রসিক বড়ই সুন্দর দেখতে লাগে রে কেমন ॥ আমির ধানের লাগি আমি জ্বলি হইলাম ছাইআসবে […]

কোথায় রইলো আমার আমির ধন
হৃদ মন্দিরে প্রেমের আগুন জ্বলে ঘন ঘন্

কোকিলের কুহু স্বরে রাত হইল শেষ
দিনের বেলা যেমন তেমন রাতের জ্বালা বেশ,
আমি আহার নিদ্রা দিলাম ছাড়ি কেবল তোমার কারণ ॥

হাটে-ঘাটে,পথ,বাজারে, ঘুরিয়া বেড়ায়
কাহার কুঞ্জে কোন রসিকে তোমায় রাখছে ভোলায়,
সে রসিক বড়ই সুন্দর দেখতে লাগে রে কেমন ॥

আমির ধানের লাগি আমি জ্বলি হইলাম ছাই
আসবে যে ভুবনের বাতাস নিতো রে উড়াই
উড়ায় নিতো ভালো হইত সেবিতাম গুরুর চরণ ॥

কোথায় রইলো আমার আমির ধন