ডাকিয়া লওরে,
কালাসোনা বাবার নাম্মান ডাকিয়া লওরে
ডাকিয়া লওরে,
এমন সুন্দরগে নাম্মান ডাকিয়া লওরে
মধু মাখা বাবার নাম্মান ডাকিয়া লওরে
সময় থাকতে ওরে ভাইয়ান ডাকিয়া লওরে
হারাইলে দিন আর পাবিনা ডাকিয়া লওরে
গণার দিন তো যার গো ফুরাই ডাকিয়া লওরে। (ঐ)
নবীর কলমা দিব শিখাই ডাকিয়া লওরে,
সওয়ালের জওয়াব দিব ডাকিয়া লওরে
পুলসিরাত পার করাইব ডাকিয়া লওরে (ঐ)