চাইয়া লরে তোরা দিল ভরি
চাইয়া লরে তোরা মন ভরি
শব্দ ধরি তালাশ কর কালাসোনার কোন্ বাড়ী ॥
গুরুর বাড়ি দূরে হইত সাজাই যাইতাম একখান রেলগাড়ি॥

নিত্য আসে যায় রে বন্ধু নিত্য আসে যায়
মীমের ঘোমটা মাথায় দিয়ে চেনা বড় দায়
বাহানাদি চলেন তিনি মানব রূপ ধারণ করি ॥

বাজের টন টন রে ঘন্টা-বাজের টন টন
এক বাজাইল কালাসোনা আর বাজাইন্যা হন
আশেকগণের মাশুক তিনি জগৎ কর্তা কাণ্ডারী ॥

দোতলা বাড়ী বন্ধুয়ার দোতলা বাড়ী
মাটির কোটা, নয় দরজা, সামনে কাছারী
টেলিফোনের তার বসাইল খবর নিতে টিপ মারি ॥

কালাসোনার চরণ তলে আলী আহমদ কয়
সবাই যাইব গুরুর বাড়ি আমি যাইতাম নয়
কালাসোনারে রাজী গইজ্জুম পিন্দাই একখান লাল শাড়ী॥

লেখক: আলী আহম্মদ শাহ

শব্দ ধরি তালাশ কর