গাউসুল আযম বলে ডাক্রে মন।
যারে ডাক্লে অঙ্গ শীতল হবে জুড়াবে জীবন।।
ডাক তারে দিবা নিশি, নিরালা নির্জ্জনে বসি,
হৃদয় মাঝে আছে বসি, প্রেমের মহাজন ।।
ডাকার মত হলে ডাকা, তবে যাবে তারে দেখা,
দেখবি ডাকার ধন, নয়ন বাকা ভুবন মোহন।।
গুরু বলে কি করিলি, গাউস কুতুব না চিনিলি,
রমেশ কেন তুই অন্ধ হলি থাকিতে নয়ন।।