ফরজন্দে আদম খলিফা উত্তম

ফরজন্দে আদম খলিফা উত্তম, ছোল্তানে আলম্ ভবে জিল্লোল্লা ।ইনছান আকারে ভব মাঝারে ওহি হায় লা এলাহা ইল্লাল্লা ॥ খোদা কি ওয়াহ্দৎ মানব ছুরুত আলেফ আকারে ধরিছে মুরত।ভবেতে আকর্ ধরিছে নামঁ আম্বিয়া আল্লা আওলিয়া আল্লা ॥ মহানাম উছকা হায় ইছমে আজম্ কল্মা নাম উছকা রাখা হায় উত্তম ।নবী অলীকা ছবি হায় বেসক গাওয়া হায় উছ্‌কা কালামে […]

ফরজন্দে আদম খলিফা উত্তম, ছোল্তানে আলম্ ভবে জিল্লোল্লা ।
ইনছান আকারে ভব মাঝারে ওহি হায় লা এলাহা ইল্লাল্লা ॥

খোদা কি ওয়াহ্দৎ মানব ছুরুত আলেফ আকারে ধরিছে মুরত।
ভবেতে আকর্ ধরিছে নামঁ আম্বিয়া আল্লা আওলিয়া আল্লা ॥

মহানাম উছকা হায় ইছমে আজম্ কল্মা নাম উছকা রাখা হায় উত্তম ।
নবী অলীকা ছবি হায় বেসক গাওয়া হায় উছ্‌কা কালামে আল্লা ॥

তাঁহার ছবি যুকি হায় সাধন, উয়ে পায়া ইছমে আজম্ কো বেসক্।
হুয়াহার মকবুলে হজরতে হক্ কো গাওছে আজম্ মাহবুবে আল্লা ॥

লেখক: আবদুল গণি কাঞ্চনপুরী

ফরজন্দে আদম খলিফা উত্তম