ভুলিতে না পারি ও মন

ভুলিতে না পারি ও মন পাসরি না পারিপ্রানের বাবা কালাসোনা কেনে গেলা ছাড়ি (ঐ) কেহ হাসে কেহ কাঁদে আমার মওলারে খুনখারে বাদেদিয়া গেলা প্রেম জ্বালা হইলা দেশান্তরি (ঐ) আগে যদি জানতাম আমি এত নিঠুর হইবা তুমিহাতে ধরি মাথায় না-লইতাম শ্যাম কলঙ্কের ঢালী (ঐ)বৈশাখ মাসের বিশ তারিখে,জিলকদ চাঁদের বার তারিখেকেনে গেলা ছাড়ি (ঐ)

ভুলিতে না পারি ও মন পাসরি না পারি
প্রানের বাবা কালাসোনা কেনে গেলা ছাড়ি (ঐ)

কেহ হাসে কেহ কাঁদে আমার মওলারে খুনখারে বাদে
দিয়া গেলা প্রেম জ্বালা হইলা দেশান্তরি (ঐ)

আগে যদি জানতাম আমি এত নিঠুর হইবা তুমি
হাতে ধরি মাথায় না-লইতাম শ্যাম কলঙ্কের ঢালী (ঐ)
বৈশাখ মাসের বিশ তারিখে,
জিলকদ চাঁদের বার তারিখে
কেনে গেলা ছাড়ি (ঐ)

ভুলিতে না পারি ও মন