আমার আমির বাবা রে
বেমামো সাগরের মাঝে ভাসাইলা রে।
ভাসাইলা ডুবাইলা ছারকার করলা রে ॥
কার কাছে যাইব , কে বা দিবে ছায়া
আমির ধন বিনে মোরে কে করিবে দয়া ॥
নি-লক্ষ্যেরো লক্ষ্য আছে, আমার লক্ষ্য নাই
আমির ধন আমির ধন বলি জীবন কাটায় ॥
চতুর দিকে ঘুরে দেখলাম, যাইবার পথ নাই
আমির ধন আমির ধন বলি অঙ্গরে জ্বালায় ।।
কার খাইলাম দ্বার-কর্জ, কার ঘর করলাম চুরি
কোন বা দোষে অ-আমির ধন হইলাম আমি দূষি ॥