মাওলা তোমারে চাইতেম

মাওলা তোমারে চাইতেম মন ভরি।এবে আমায়ে নির্ম্মল আঁখি দেও দান করি ॥ সে আঁখি ভিতর আঁখি তারা হইও তুমি দেখিতে সুন্দর।মনোহর রূপ তবে, দেখতে পারি মন ভরি ॥ আমি কাঙ্গাল অধিন, তুমি মাত্র দোজাহানে সোল্তান স্বাধীন।কাঙ্গালোপর কৃপাকারী, কে আছে ভিন্ন ভাণ্ডারী ॥ এই ভবালয় তোমার রূপ, তুমি বিনে কে দেখিছে কয়।তোমা থাকি তোমায় চাহে, মক্‌বুল […]

মাওলা তোমারে চাইতেম মন ভরি।
এবে আমায়ে নির্ম্মল আঁখি দেও দান করি ॥

সে আঁখি ভিতর আঁখি তারা হইও তুমি দেখিতে সুন্দর।
মনোহর রূপ তবে, দেখতে পারি মন ভরি ॥

আমি কাঙ্গাল অধিন, তুমি মাত্র দোজাহানে সোল্তান স্বাধীন।
কাঙ্গালোপর কৃপাকারী, কে আছে ভিন্ন ভাণ্ডারী ॥

এই ভবালয় তোমার রূপ, তুমি বিনে কে দেখিছে কয়।
তোমা থাকি তোমায় চাহে, মক্‌বুল কাঞ্চনপুরী ॥

লেখক : আবদুল গণি কাঞ্চনপুরী

মাওলা তোমারে চাইতেম