সাধি লও প্রেমধন, থাকিতে জীবন,
না যাবে তোর সঙ্গী হইয়ে ভবের মালধন।
সময় যখন ফুরাইবে, শমন আসি দেখা দিবে,
কাড়ি নিবে প্রাণ পাখী পড়ি রবে তন।
ভাই বন্ধু পুত্রধন, সঙ্গী না হইবে মন,
একেলা কবরে নিয়ে করিবে দাফন।
হাশরেতে নিরঞ্জন পুছিবে ঈমান ধন,
না চাবে তোর জাতি কুল হাদীর মাল ধন।