ইয়া আরহামর রাহিমিন মুজে

ইয়া আরহামর রাহিমিন মুজে পার কর তেরি রহমতছে,গাউছুল আজম জানে জান মুঝেহ সাদ কর তেরি উচিলতছে। তুমি আমার প্রাণের প্রাণ আমি তোমার তন,প্রাণ বিনে পাপী তনের কিসের জীবন।মম প্রাণের সিংহাসনে করিয়ে আসন,ঝলওয়া দেখাও তেরি ছুরত ছে ॥ দহিল মোর মনতন যুগল নয়নকলিজা দহিল আর হৃদেরি আসন,উড়িল ভষ্ম হইয়ে প্রেমেরি পবন,আগলাগিজু তেরি ফুরকত ছে ॥ অকুল […]

ইয়া আরহামর রাহিমিন মুজে পার কর তেরি রহমতছে,
গাউছুল আজম জানে জান মুঝেহ সাদ কর তেরি উচিলতছে।

তুমি আমার প্রাণের প্রাণ আমি তোমার তন,
প্রাণ বিনে পাপী তনের কিসের জীবন।
মম প্রাণের সিংহাসনে করিয়ে আসন,
ঝলওয়া দেখাও তেরি ছুরত ছে ॥

দহিল মোর মনতন যুগল নয়ন
কলিজা দহিল আর হৃদেরি আসন,
উড়িল ভষ্ম হইয়ে প্রেমেরি পবন,
আগলাগিজু তেরি ফুরকত ছে ॥

অকুল সমুদ্র মাঝে উগ্ৰতা পবন,
আসিয়া ঠেকেছি হাদী রাক্ষস ভবন,
পার হেতু লক্ষ্যতরী তোমারই চরণ।
প্রিয়া পার কর তেরি সফকতছে ॥

লেখকঃ আবদুল হাদী কাঞ্চনপুরী

ইয়া আরহামর রাহিমিন মুজে