রক্ষা কর মাইজভাণ্ডারী

রক্ষা কর মাইজভাণ্ডারী, রক্ষা কর মাইজভাণ্ডারীঅসহ্য হয়েছে জ্বালা, আর জ্বালা সহিতে নারি ॥ জগত্রাতা ধরেছ নাম, পূর্ণ কর মনষ্কাম ।সত্য যদি হলে তুমি, ভবের পাপ তাপ হারী ॥ শ্রীচরণের দোহাই ধরে, কান্দিতেছি পায় পড়ে।তাপি প্রাণ শান্ত কর, বর্ষিয়ে করুণা বারী ॥ বড় আশা করি মনে, এসেছিলাম শ্রীচরণে ।চরণ তরি দান করিয়ে, পার করাবে প্রেমের পাড়ি […]

রক্ষা কর মাইজভাণ্ডারী, রক্ষা কর মাইজভাণ্ডারী
অসহ্য হয়েছে জ্বালা, আর জ্বালা সহিতে নারি ॥

জগত্রাতা ধরেছ নাম, পূর্ণ কর মনষ্কাম ।
সত্য যদি হলে তুমি, ভবের পাপ তাপ হারী ॥

শ্রীচরণের দোহাই ধরে, কান্দিতেছি পায় পড়ে।
তাপি প্রাণ শান্ত কর, বর্ষিয়ে করুণা বারী ॥

বড় আশা করি মনে, এসেছিলাম শ্রীচরণে ।
চরণ তরি দান করিয়ে, পার করাবে প্রেমের পাড়ি ॥

বৃথায় জনম গেল, আয়ু দিবা সন্ধ্যা হল ।
কি করিবে কর, দোহাই, গাউছুল আজম মাইজভাণ্ডারী ॥

তোমার দরবার হতে, আমি গেলে শূন্য হাতে।
হাশরে হইবে বল, কার নামের কলঙ্ক জারি ॥

কত পাপী তোমার বরে, পাপ মুক্ত গেল তরে।
কারা মুক্ত কর আমায়, কি ফল দাসেরে মারি ॥

ক্ষমা কর অপরাধ, পূর্ণ কর মন সাধ।
তুমি বিনা কেবা আছে, করিমেরে লয় উদ্ধারি ॥

লেখক: বজলুল করিম মন্দাকিনী

রক্ষা কর মাইজভাণ্ডারী