কি বলিব আমি মহিমা তোমার
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ।
মহিমা তোমার অসীম অপার
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ॥
বহু শতবার পুলছেরাত পার
কেমন করে উঠা বুঝা হল ভার
চরণে লুটিয়ে বলি বারে বার
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ॥
আরশ মোয়াল্লায় আসন পেয়েছ,
খোদায়ী ঝলওয়ায় ডুবে রয়েছ,
গাউসুল আজম বলে লকব পেয়েছ।
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ॥
বাবাজি মওলাজি ডাকি তোমারে,
পরান জুড়াব ছজিদা করে।
অবোধগণে কাফের ডাকে,
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ॥
তোমারই নামে পেয়েছি অভয়,
দূর্জয় সমরে লভিয়াছি জয়,
আরশে আজমে খেলিয়া বেড়াও,
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ॥
লোক লাজ ভয় নাহি ডরি,
তছবি জপিয়ে ছজিদা করি।
বাবাজি মওলাজি গাউছে ভাণ্ডারী,
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ॥