ভাণ্ডারের ভাণ্ডারী বাবা

ভাণ্ডারের ভাণ্ডারী বাবা গোলামুর রহমানতোমার রহমতের ভাণ্ডার হতে আমায় কর দান দরবারে পড়িয়া কান্দি মিনতি করিয়া,দোহাই লাগে আজ আমারে দিওনা ফিরাইয়া,থাকবো তোমার গোলাম হইয়া চাইনা প্রতিদান ।। আমি তোমার পোষা পাখি তোমার আশায় থাকি,নিদানে পড়িয়া তোমার নাম ধরিয়া ডাকি,আমারে দিওনা ফাঁকি দুই কুলের সুলতান ।। চাইতে জানলে রয় না কাঙ্গাল এই ভব সংসারে,আমার কি গো […]

ভাণ্ডারের ভাণ্ডারী বাবা গোলামুর রহমান
তোমার রহমতের ভাণ্ডার হতে আমায় কর দান

দরবারে পড়িয়া কান্দি মিনতি করিয়া,
দোহাই লাগে আজ আমারে দিওনা ফিরাইয়া,
থাকবো তোমার গোলাম হইয়া চাইনা প্রতিদান ।।

আমি তোমার পোষা পাখি তোমার আশায় থাকি,
নিদানে পড়িয়া তোমার নাম ধরিয়া ডাকি,
আমারে দিওনা ফাঁকি দুই কুলের সুলতান ।।

চাইতে জানলে রয় না কাঙ্গাল এই ভব সংসারে,
আমার কি গো হয় না চাওয়া তোমারি দরবারে,
বিনয় করি নতশিরে হইও না পাষাণ ।।

পাপে ভরা দেহ আমার মন পুড়িয়া ছাই,
তুমি বিনে এই হালিমের আর ভরসা নাই,
মনের ব্যাথা তোমায় জানাই পাইতে অবসান ।।

ভাণ্ডারের ভাণ্ডারী বাবা