এস্কের মামেলা বুঝে সাধ্য আছে কার

মাওলার এস্কের মামেলা বুঝে সাধ্য আছে কার।এস্কেতে মজিয়া প্রভু সৃজিল সংসার। আশেকিরা এস্কের জোরে, অঘটন ঘটাইতে পারে,মেয়ে মানুষ পুরুষ করে বোগদাদে প্রচার ।। করণেতে ওয়াজ করণী, নবীর দন্ত পড়ে শুনি,সৰ্ব্ব দন্ত ফেলে দিল এস্কে আপনার ।। এস্ক বাজি সহজ নয়, ডাকাত আওলিয়া হয়,সাক্ষী আছে নেজামুদ্দিন আওলিয়ার সরদার ।। তিন বার ছত্রিশ বৎসর, শেখ ফরিদ সাধনা […]

মাওলার এস্কের মামেলা বুঝে সাধ্য আছে কার।
এস্কেতে মজিয়া প্রভু সৃজিল সংসার।

আশেকিরা এস্কের জোরে, অঘটন ঘটাইতে পারে,
মেয়ে মানুষ পুরুষ করে বোগদাদে প্রচার ।।

করণেতে ওয়াজ করণী, নবীর দন্ত পড়ে শুনি,
সৰ্ব্ব দন্ত ফেলে দিল এস্কে আপনার ।।

এস্ক বাজি সহজ নয়, ডাকাত আওলিয়া হয়,
সাক্ষী আছে নেজামুদ্দিন আওলিয়ার সরদার ।।

তিন বার ছত্রিশ বৎসর, শেখ ফরিদ সাধনা করে ৷
এস্কের জোরে নয়ন ধারে হয়েছে নাহার । ।

রমেশ বলে ভাবি মনে, সাধন হয়না এস্ক বিনে
শুকনা গাছে ফুল ফুটেনা করনা বিচার ।।

লেখক: কবিয়াল রমেশ শীল

এস্কের মামেলা বুঝে সাধ্য আছে কার