এত গৌরব কর কি লইয়া রে
বড়াই কর কী লইয়া
মাটির অঙ্গ যাবে একদিন মাটিতে মিশিয়া
ভাই-বন্ধুর স্বার্থের কান্না
কাঁদবে ঘরের নারী
মাসে মাসে কে আনিবে
সুন্দর সুন্দর শাড়ি
পাগলিনী মা কাঁদিবে বুকেরি ধন হারাইয়া ॥
আপন যারা রাখবে মনে বছর দুই বছর
কাল তুফানে উড়াই নিলে আবার বান্ধে ঘর
কর্মের ফল রইবে চিরদিন ভবে অমর হইয়া ॥
ভাগ্যের ফলে মানবকূলে আইলি রে সংসারে
যাইতে যাবি কী লইয়া মালিকের দরবারে
গফুর হালীর বন্দিজীবন
মিছাই রে আসা-যাওয়া ॥
মাশাআল্লাহ