নিঃশ্বাসের বিশ্বাস নাই

একটা খবর আছে…একটা খবর আছে শোনও মানুষ ভাইনিঃশ্বাসের বিশ্বাস নাই নাই রে জন্মের আগে কোথায় ছিলামরলে যাইবা কইকান্না-হাসি রং-তামাশাকরছ কারে লইঘুড্ডি যেমন উড়ায় উড়িতেছেতার হাতে নাটাই ॥ হস্ত-পদ চক্ষু-কর্ণআছে তোমার অঙ্গেবেইমানি করিবে সেই দিনতোমার নিজের সঙ্গেনেকি বদি যেই দিন হবেপাল্লাতে ওজনজগৎ কূলে কেউ সেদিনহবে না আপনগফুর হালী বসে আছেদয়ালের আশায় ॥ লেখকঃ আবদুল গফুর হালী

একটা খবর আছে…
একটা খবর আছে শোন
ও মানুষ ভাই
নিঃশ্বাসের বিশ্বাস নাই নাই রে

জন্মের আগে কোথায় ছিলা
মরলে যাইবা কই
কান্না-হাসি রং-তামাশা
করছ কারে লই
ঘুড্ডি যেমন উড়ায় উড়িতেছে
তার হাতে নাটাই ॥

হস্ত-পদ চক্ষু-কর্ণ
আছে তোমার অঙ্গে
বেইমানি করিবে সেই দিন
তোমার নিজের সঙ্গে
নেকি বদি যেই দিন হবে
পাল্লাতে ওজন
জগৎ কূলে কেউ সেদিন
হবে না আপন
গফুর হালী বসে আছে
দয়ালের আশায় ॥

লেখকঃ আবদুল গফুর হালী

নিঃশ্বাসের বিশ্বাস নাই