গাউছ ধনের প্রেম নদীতে, চলরে ভাই প্রেম খেলিতে।
বৃথা জীবন যায় গো চলি, খেলি চল কাল থাকিতে ।।
লাহুতী প্রেমের খেলা, খেলি চল সকাল বেলা।
অন্তরে মুর্শিদ ধন আছে- প্রেম খেলা শিখাইতে ।।
মুর্শিদ ধনের চরণ কাছে প্রেমের তরী বাঁধা আছে।
তাতে নূরী দাঁড় লাগাইছে-দাসগণ পার করাইতে।
মিছা মায়া ভর হতে-চাহ যদি পার হইতে ।
দাস হাদী শীঘ্র চল গাউছ ধনের প্রেমতরীতে ।।