চাবি মূর্শিদের হাতে

আমার ঘরের চাবি মূর্শিদের হাতে।কেমনে খুলিয়া সে ধন দেখবো চক্ষেতে।। আপন ঘরে বোঝাই সোনা পরে করে লেনাদেনা।আমি হলাম জন্মকানা,না পাই দেখিতে।। রাজি হলে দারোয়ানী দ্বার ছাড়িয়ে দেবেন তিনি।তারে বা কই চিনি শুনি,বেড়াই কুপথে।। এই মানুষে আছে রে মন যারে বলে মানুষরতন।লালন বলে পেয়ে সে ধন না পাই চিনিতে।। লেখকঃ লালন শাহ

আমার ঘরের চাবি মূর্শিদের হাতে।
কেমনে খুলিয়া সে ধন দেখবো চক্ষেতে।।

আপন ঘরে বোঝাই সোনা পরে করে লেনাদেনা।
আমি হলাম জন্মকানা,না পাই দেখিতে।।

রাজি হলে দারোয়ানী দ্বার ছাড়িয়ে দেবেন তিনি।
তারে বা কই চিনি শুনি,বেড়াই কুপথে।।

এই মানুষে আছে রে মন যারে বলে মানুষরতন।
লালন বলে পেয়ে সে ধন না পাই চিনিতে।।

লেখকঃ লালন শাহ

চাবি মূর্শিদের হাতে