তোমার দুষ্টু মনের ছলচাতুরী রে বন্ধু
আগে আমি বুঝি নাই বন্ধু রে
আমারে কাদাইলা পিরিতি শিখাই
তোমার সর্বনাশা ভালোবাসা
হইলো গলার ফাশি
আমি জীবন থাকতে গেলাম মরে
তোমাই ভালোবাসি,
আমার মনের দুঃখ
কেউ বুঝেনারে বন্ধু
জ্বলি পুরি হইলাম ছাই বন্ধুরে (ঐ)
তোমায় বিশ্বাস করে আপন ভেবে
দিয়েছিলাম মন,
পর করিলাম তোমার লাগি
যতই আপনজনরে বন্ধু আত্মীয়স্বজন
আমার মনের আশা সুখের স্বপ্নরে বন্ধু
ধুলোতে দিলি মিশায় (ঐ)