হৃদয়ের ক্যামেরা দিয়া
তুলছি ফটো প্রাণ বন্ধুরে, রাখছি তারে হৃদ মাজারে ॥
বন্ধু মোর চিকন কালা তার প্রেমে মজি অবলা
জ্বলে মন অহরহ প্রেম দাহ বন্ধু বিনে নিভেনা রে ॥
বন্ধু লুকাইল দেখা দিয়া অবলারে ঘর ছাড়াইয়া
মন যে তার পাষানে গড়া শঠের ভরা
জানলে কি প্রাণ দিতাম তরে ॥
তারে ভুলতে চাইলে যায়না ভুলা
দিল বন্ধু প্রেম জ্বালা
আমি কুল বধু বাইরে এলে বন্ধু কেনে
অভাগিরে চায় না ফিরে ॥
এখন ভাবি মনে প্রেম করি নি-মায়ার সনে
গফুর পাগলা হারায় দুই কুল, একুল ঐ কুল
নাই দরদি এ সংসারে ॥