দয়াল মুর্শিদ যাহার অন্তরে

দয়াল মুর্শিদ যাহার অন্তরেতারে কি আর যমে নিতে পারেযে হইয়াছে গুরুর অধীন যমে দেখলে ভয় করে, মুর্শিদ রুপ যার থাকে অন্তরায়,যেমন হনুমানে বুক চিড়িয়া রামেরে দেখায়।ও সে প্রেম বাজারে থাকে সদায় অচেনা এক শহরে ॥ কামেল পীরের পরশ পায় যেই জন,যেমন হযরত বেলাল ফিরে আবার পাইলো জীবন,আশেক মাশুক করে মিলন মুর্শিদের প্রেম বাজারে ॥ অচীন […]

দয়াল মুর্শিদ যাহার অন্তরে
তারে কি আর যমে নিতে পারে
যে হইয়াছে গুরুর অধীন যমে দেখলে ভয় করে,

মুর্শিদ রুপ যার থাকে অন্তরায়,
যেমন হনুমানে বুক চিড়িয়া রামেরে দেখায়।
ও সে প্রেম বাজারে থাকে সদায় অচেনা এক শহরে ॥

কামেল পীরের পরশ পায় যেই জন,
যেমন হযরত বেলাল ফিরে আবার পাইলো জীবন,
আশেক মাশুক করে মিলন মুর্শিদের প্রেম বাজারে ॥

অচীন দেশে যাবিরে যদি
গুরুর চরণ শক্ত করে মনেরে বান্ধি
ও তুই সাত সমুদ্র তের নদী পার হবি এক নজরে ॥

জন্ম-মৃত্যুর অধীন হয় যারা
আজরাইলের তাবেদারি করতেছে তারা,
বাউল শাহজাহান কয় ভক্ত যারা গুরু তারে উদ্ধারে ॥

লেখক : শাহজাহান বাউল

দয়াল মুর্শিদ যাহার অন্তরে