ভবের পিরীতির মাঝে

ভবের পিরীতির মাঝে ওহে লোভী মন,জীবন অমূল্য ধন গেল অকারণ। মোহন মুরতি জন, ঘটে না চিনিলি মন,না চিনিলি আত্মকর্তা, প্রভু নিরঞ্জন। না চিনিলি নবীধন, প্রভু সখা নূরীতন,না চিনিলি প্রেমধন অমূল্য রতন। হাদী দূরাচারের মন, না চিনিলি মুর্শিদ ধন,না ভজিলি মাইজভাণ্ডারী রসিক সুজন।

ভবের পিরীতির মাঝে ওহে লোভী মন,
জীবন অমূল্য ধন গেল অকারণ।

মোহন মুরতি জন, ঘটে না চিনিলি মন,
না চিনিলি আত্মকর্তা, প্রভু নিরঞ্জন।

না চিনিলি নবীধন, প্রভু সখা নূরীতন,
না চিনিলি প্রেমধন অমূল্য রতন।

হাদী দূরাচারের মন, না চিনিলি মুর্শিদ ধন,
না ভজিলি মাইজভাণ্ডারী রসিক সুজন।

লেখকঃ আবদুল হাদী কাঞ্চনপুরী

ভবের পিরীতির মাঝে