তোমরা আমায় কি বুঝাইবা আমি পুইড়া হইছি কয়লা
আমি জানি গো বন্ধুয়ার পিরিতে কত জ্বালা এই জগতে …
তুমি কোনবা দেশে রইলারে দয়াল চান
তোমায় না দেখলে বাঁচে না আমার প্রাণ দয়াল তোমারও লাগিয়া যোগিনী …
আয় গাউসুল আজম করকে করম মুঝকো দেখা দো।
আতশে হিজরেকো বেছালত ছে বুঝা দো ॥ ফুরকত কি …
কইবো কি তার প্রেমের কথা, কইতে না যুরায়।
অমূল্য ধন গুরুর চরণ, কাঙ্গালে লয়ে খেলায়। রাজা বাদশা …
তোরে পাইতাম ক্যামরা মাইত্যাম,
আঁর কইলজ্যাখান গইত্তাম চাক ।
আদর গরি, বানাই দিতাম তোরে সোনার চাঁনবুলাক। ফুল বাগানে …
চল চল চলরে যাই প্রেমের দরবারে।
প্রেমের দরবারে মাওলার মাইজভাণ্ডারে। প্রেম দরবারে যারা যাবে,
মুস্কিল আসান হবে,
দুনিয়াতে সুখে …
আমায় তুমি নেওনা টেনে,
এ দেশে বাঁধিয়া রাখছে, কামিনী কাঞ্চনে। অনেক দিন হয় সঙ্গ ছাড়া,
হয়েছি জীয়ন্তে মরা,
তোমার …
ভবের পিরীতির মাঝে ওহে লোভী মন,
জীবন অমূল্য ধন গেল অকারণ। মোহন মুরতি জন, ঘটে না চিনিলি …
আমির ধন গুণমণি, আর মোরে কাদাইস না সজনি।
তোমার লাগি কাঁদতে কাঁদতে গো, আমার পড়ে রে চোখের …
তোমার লাগিয়া রে
সদাই প্রাণ আমার কান্দে বন্ধুরে
প্রাণ বন্ধু কালিয়া রে।। নিদয় নিঠুর রে বন্ধু, তুই তো …
অসার সংসার মাঝে সুখের কি আশা,
সর্বত্র করগো মন প্রভুর ভরসা। ভবের পিরীতে মন, ডুবাইলি আসল ধন,
সঙ্কট …
জাহে মুকাদ্দার হুজুরে হক ছে
সালাম আয়া পায়াম আয়া
ঝুকাও নজরে বিছাও পালকেই
আদব কা আ’লা মক্বাম আয়া। ইয়ে …
জাহাঁ রওজা-এ পাকে খায়রুল ওয়ারা হ্যায়
ওয়ো জান্নাত নেহি হ্যায় তো ফির অর কেয়া হ্যায়
কাহাঁ ম্যায় কাহাঁ …
কারাম মাংগতা হুঁ, আতা মাংগতা হুঁ
ইলাহি মে তুজসে দুয়া মাংগতা হুঁ আতা কার তু শানে কারিমি …
আমার মন সরলা যেমন, প্রিয়া যদি তেমনি হইত,
তবে কেনে প্রাণ লুকায়ে বারে বারে কাঁদাইত। যবে মুই …

Home