সদা কেনে প্রেম প্রেম কর অবোধ মন।
প্রেমের ছলনা কত দেখেছ এখন।
নানা ছলে প্রেম খেলে পুষ্প হয়ে ডালে দোলে,
পুনঃ অলি হয়ে পুষ্পে করে মধু পান ।।
ছলে প্রেম রূপসিনী ছলে যৌবন সোহাগিনী ।
ছলে যৌবন চোরা হয়ে হরয়ে যৌবন ।।
মক্কায় মাবুদ ছলে, মান্ডবে মহাদেব বৈলে ।
প্রেমের কলঙ্কী হাদী ছলে গাউছ ধন।।