ছল ক’রনা আর গুরু ছল ক’রনা আর।
তোমা না পাইলে আমার জীবন অসার ॥
জীবন যৌবন ধন, সপেছি তব চরণ।
ডুবাইছি কুল মান, প্রেমেতে তোমার ॥
তোমারী প্রেমেতে ম’জে, ইষ্ট মিত্র সব ত্যাজে ।
সাধের ভূষণ করিয়াছি, কলঙ্কেরী হার ॥
তুমি মম প্রাণপতি, তুমি দু’নয়ন জ্যোতি।
তুমি বিনে নাই গতি, তুমি প্রাণের সার ॥
মকবুল তোমারি আশে, কাঞ্চনপুর বনবাসে।
তোমা না পাইলে শেষে জীবন অসার ॥