(ভাণ্ডারী) রসিক রতন,
আড় নয়ন দৃষ্টি করে হরিয়া নিল মন ।।
যারে চায় নয়ন কোণে তার মনে কি মানা মানে,
চুম্বকে যেন লোহা টানে, তার প্রেমের আকর্ষণ ।।
যারে চায় এক নজরে, অমনি ঘরের বাহির করে,
এক পলকে দেখায় তারে বেহেস্তের রৌশন ।।
যারে চায় দয়া করি, তার কি আর দুনিয়াদারী,
চায়না ফিরি নারী বাড়ী রাজ্য সিংহাসন ।।
দীন হীন রমেশ বলে, মাইজভাণ্ডারীর চরণ তলে,
ইহকালে পরকালে ভরসা দুই চরণ ।।