আমার গাওছে ভাণ্ডারীর খেলা দেখবি যদি আয়
জাহেরে বাতেনে খেলা খেলে মাওলানায় ॥
জ্ঞানী-গুণী সাধুজন,
দরবেশ আওলিয়াগণ
প্রেম ভিখারি হইয়া ঘুরে মাওলার আস্তানায় ॥
ধনী-গরিব এক সমান,
দয়াল বাবা রহমান
দরবার হতে খালি হাতে কেউ ফিরে না যায় ৷
মাওলা যারে দয়া করে,
বোবার মুখে বাক্য স্বরে
মরা কলব জিন্দা করে অসীম কৃপায় ॥
মনে বিশ্বাস আছে যার,
যাইয়া দেখ মাইজভাণ্ডার
অবিশ্বাসী মূর্খজনে, সেই ধন নাহি পায় ॥
গফুর পাগলার পাগল মন,
হেলাতে গেল জীবন
বাইরে ঘুরে, হৃদয়পুরে রত্ন ভেসে যায় ॥