ঠেকিয়াছি ভবের ঘাটে ত্বরাও বাবা মাওলানা
তুমি না ত্বরাইলে মওলা, যাব কোথায় বলনা ॥
আলিফেতে আহাদ আল্লাহ্, লা শরিকে খালেক উল্লাহ্
নূর মুহাম্মদ হাবিব উল্লাহ্, আমার বাবা মাওলানা ॥
আলিফেতে আছ তুমি, লামের মাঝে আছ তুমি
মীমেতে মোহাম্মদ সেজে, করিতেছ বাহানা ॥
নাই রে তোমার আকার ইকার, কেবল মাত্র নামটি সার
এই দাশেরে দাওনা দিদার, করিম রহিম রাব্বানা ॥
রাহু কামিনি পঞ্চ ভাই, ঘটে ঘটে নাচে রাই
সদায় জপে আলোক সাঁই কুদরতের কারখানা ॥
আসা যাওয়া দমে দমে, মন কেন তুই রইলি ঘুমে
যে পাইয়াছে দমের খবর, সে হইয়াছে দেওয়ানা ॥
ডাকরে মন কাল থাকিতে, সুখে রবি কবরেতে
নাজাত দিবেন হাসরেতে, এমন বন্ধু চিন না ॥
আবদুল্লাহ্ অধীন কানা, না চিনিলি পর আপনা
এই দুনিয়া হবে ফানা সঙ্গে বাবা মাওলানা ॥