বেজার কৈল্লাম আমার বন্ধুরে

বেজার কৈল্লাম আমার বন্ধুরে,সারা নিশি (মোরে) ঘুমে না ধরেঘরেতে সতিনের পোলা দোস্ত আইলে ভর করে ॥ মাইলা ঘরের কাম আমার, মাইলা ঘরের কামদোস্ত আইলে আজাইর না পাই, বৈঠক খান দিতামপিন্দনে মোর ফাটা তেনা, সামনে যাইতাম লাজ করে ॥ মনে আছে ভয় আমার, মনে আছে ভয়ঘরেতে দুষ্টু শাশুড়ী, মনের কথা নয়দোস্তের সনে দেখা কৈত্তাম, কর্মে আমার […]

বেজার কৈল্লাম আমার বন্ধুরে,
সারা নিশি (মোরে) ঘুমে না ধরে
ঘরেতে সতিনের পোলা দোস্ত আইলে ভর করে ॥

মাইলা ঘরের কাম আমার, মাইলা ঘরের কাম
দোস্ত আইলে আজাইর না পাই, বৈঠক খান দিতাম
পিন্দনে মোর ফাটা তেনা, সামনে যাইতাম লাজ করে ॥

মনে আছে ভয় আমার, মনে আছে ভয়
ঘরেতে দুষ্টু শাশুড়ী, মনের কথা নয়
দোস্তের সনে দেখা কৈত্তাম, কর্মে আমার না ধরে ॥

না বুঝিয়া প্রেম করি দুর্গতি আমার
শোয়ামী ছাড়া নারী যারা নিক্তি মনে বেজার
কহে হীন খাইরুজ্জামা যুবক নারী যার ঘরে ॥

লেখক : মাস্টার খাইরুজ্জামা

বেজার কৈল্লাম আমার বন্ধুরে