শুন আমির বাবাজি

শুন আমির বাবাজি, মোর এই মিনতিআমি তোমার দ্বারে ভিখারী এসেছি ।জানি আমির নগরের রাজা তুমি,তাই ছদকা নিতে আজ হাত পেতেছি ।। তুমি দুঃখি-গরীবের হলে সহায়,আর থাকবেনা ভাবনা এই দুনিয়ায়।আমায় দয়া কর ওহে আমির বাবাজি,ফিরে যাবনা মরণ কবুল করেছি ।। তোমার আমির ভান্ডার ছেড়ে যাব কোথায়,আমার জানাব কাহারে মনের ব্যাথা।তুমি পেয়ারা নবীজির পেয়ারা হাবীব,তাই দুই হাতে […]

শুন আমির বাবাজি, মোর এই মিনতি
আমি তোমার দ্বারে ভিখারী এসেছি ।
জানি আমির নগরের রাজা তুমি,
তাই ছদকা নিতে আজ হাত পেতেছি ।।

তুমি দুঃখি-গরীবের হলে সহায়,
আর থাকবেনা ভাবনা এই দুনিয়ায়।
আমায় দয়া কর ওহে আমির বাবাজি,
ফিরে যাবনা মরণ কবুল করেছি ।।

তোমার আমির ভান্ডার ছেড়ে যাব কোথায়,
আমার জানাব কাহারে মনের ব্যাথা।
তুমি পেয়ারা নবীজির পেয়ারা হাবীব,
তাই দুই হাতে চরণ তোমার ধরেছি ।।

শুন আমির বাবাজি