প্রাণের তুল্য মওলা ধন

প্রাণের তুল্য মওলা ধননিত্য তোমায় হয় স্মরণ ॥ তোমাকে চিনেনা যারাখোদাকে চিনেনা তারাকল্-বে তোমার প্রেমের সাড়া নূরে ভরপুর তন বদন ॥ আউয়ালে আখেরে তুমিজাহেরে বাতেনে তুমিনত শিরে তোমায় নমি মাইজভাণ্ডারী মওলা ধন ॥ সংকট হরণ তুমিবিপদ বারণ স্বামীতোমার প্রেমের নাইকো কমি সংগে থাক সর্বক্ষণ ॥ তুমি না ত্বরাইলে মওলাকে আছে ত্বরাণে ওয়ালাআরশে তোমার নাম উজালা […]

প্রাণের তুল্য মওলা ধন
নিত্য তোমায় হয় স্মরণ ॥

তোমাকে চিনেনা যারা
খোদাকে চিনেনা তারা
কল্-বে তোমার প্রেমের সাড়া নূরে ভরপুর তন বদন ॥

আউয়ালে আখেরে তুমি
জাহেরে বাতেনে তুমি
নত শিরে তোমায় নমি মাইজভাণ্ডারী মওলা ধন ॥

সংকট হরণ তুমি
বিপদ বারণ স্বামী
তোমার প্রেমের নাইকো কমি সংগে থাক সর্বক্ষণ ॥

তুমি না ত্বরাইলে মওলা
কে আছে ত্বরাণে ওয়ালা
আরশে তোমার নাম উজালা হক ভাণ্ডারী মওলা ধন ॥

লেখক: কবিয়াল রমেশ শীল

প্রাণের তুল্য মওলা ধন